দুর্বৃত্তের কবলে পড়েছেন বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জামালখান এলাকার তাদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের বাবা সুনীল ভট্টাচার্য ও সাংবাদিক স ম ইব্রাহিমকে হাসপাতালে দেখতে যান রিয়াজ হায়দার চৌধুরী।হাসপাতাল থেকে ফেরার পথে নগরীর জামালখানে এলাকায় খাস্তগীর স্কুলের সামনে দুই দুর্বৃত্ত তাদের উপর হামলা করে। রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সাংবাদিক রিয়াজ হায়দার বলেন, রাত তখন বারোটারও বেশী বাজে। সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের বাবা সুনীল ভট্টাচার্য ও সাংবাদিক স ম ইব্রাহিমকে দেখে হাসপাতাল থেকে ফিরছিলাম। ডা. খাস্তগীর স্কুলের কাছেই হঠাৎ হামলা করলো দুই দুর্বৃত্ত। পরে সাথে সাথে খবরটি জানাতেই সিএমপির ডিসি (সাউথ) মোস্তাইন হোসেনের তৎপরতায় দ্রুত পুলিশদল পলায়নরত দুই হামলাকারী কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুই জনকে আটক করা হয়েছে। ছিনতাইকারী বলে ধারাণা করছি। তাদের অন্য কোন উদ্দেশ্যে ছিল কিনা তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। তিনি আরো বলেন, অবৈধ অস্ত্রধারী, ছিনতাই ও চাঁদাবাজিতে সক্রিয় কায়সার হামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল