রাজধানীর বাড্ডায় নাসিম আহমেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার হওয়া আসামির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
উল্লেখ্য, বিপিএল জুয়াকে কেন্দ্র করে গত ৬ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলি এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাত করে নাসিমকে হত্যা করা হয়। নিহত নাসিম বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। নয় মাস আগে তার বিয়ে হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল