রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে রয়াল হাসপাতালে চিকিৎসা অবহেলায় আবদুল জলিল (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তি নাটোর সদরের পীরগঞ্জ সাধুপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দুপুর ১২টায় হাসপাতালের সাত নম্বর কেবিনের ছয় নম্বর বেডে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজি বিথি জানান, মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভাঙা হাত নিয়ে তার চাচা জলিল রয়াল হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর ওইদিন বিকেলে হাতে অস্ত্রোপচার করেন ডা. মঞ্জুরুল হক। এরপর তার শারীরিক অবস্থা ভালো ছিলো। বুধবার দুপুর ১২টার দিকে কেবিনের কর্তব্যরত এক নার্স তার চাচাকে ইনজেকশন দেন। এরপরেই তার চাচার মৃত্যু হয়।
এদিকে রোগী মৃত্যুর খবর শুনে নিকটাত্মীয়রা হাসপাতালে চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন রোগীর নিকটাত্মীয়রা।
তবে চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, রোগীর শারীরিক অবস্থা ভালো ছিলো না। এ কারণে মৃত্যু হয়েছে।
নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিকটাত্মীয়রা থানায় মামলা দিলে তা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/মাহবুব