বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জেলা ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষা জাতীয়করণের দাবি জানানো হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাকশিস কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, আবু তাহের চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যপক মো. জাকির হোসেন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হক বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করতে হবে। এই সম্মেলন থেকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের লক্ষ্যে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনিত অনুরোধ জানান তিনি।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল