চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় মইজ্যারটেক এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল গভীর রাতে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার সহিদ মজুমদার শান্ত (৩২) ও সিরাজগঞ্জের আব্দুল আওয়াল প্রামাণিক (৩৮)।
র্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, দুজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছিলেন। চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসে তল্লাশির সময় দুজনের কাছে ১৬০০ পিস পাওয়া যায়। এরপর তাদের তথ্য মতে বাসের ভেতর থেকে আরও ৮ হাজার ৪০০ পিস পাওয়া উদ্ধার করা হয়। দু’জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন