চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার পূরবী সিনেমা হলের সামনে থেকে ১২ মামলার আসামি মো. আরমানকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার আরমান পটিয়া উপজেলার ভেল্লাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। আজ তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার