রাজধানীর বাজারে 'অরিজিন্যাল' (সত্যি) খাসির প্রতি কেজি মাংসের দাম ৭৫০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি ধরে। ভালো মানের কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে।
মুরগী ১২৫ টাকার বেশি করে বিক্রি হচ্ছে জানিয়েছেন রাজধানীর এক বিক্রেতা। তিনি বলেন, 'শীতকালে বিভিন্ন রোগে ভুগে মুরগী বেশি মারা যায়। এজন্য মুরগী পালনের সংখ্যা কম হওয়ার মুরগীর দাম বেশি।'
পাইকারি বাজারে এক দিনের মধ্যেই তিনবার বেড়েছে দেশি পিয়াজের দাম। এর প্রভাবে খুচরা বাজারে ৯০-৯৫ টাকা দরের পিয়াজ বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকা কেজি দরে।
বিডি প্রতিদিন/৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা