লাগামহীন সবজির বাজারে অবশেষে ফিরে এসেছে স্বস্তি। শুক্রবার চট্টগ্রামের সবজির বাজারে প্রায় প্রতিটা সবজির দাম কমেছে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল ছিল মাংস ও মাছের দর।
নগরীর কাজীর দেউরী বাজারের সবজি ব্যবসায়ী মো. হোসেন বলেন, ‘বাজারে সবজির সরবারহ পর্যাপ্ত রয়েছে। এখন শীতের মৌসুম হওয়ায় সবজিও উৎপাদন হচ্ছে। তাই সবজির দাম কমছে।’
বাজার ঘুরে দেখা যায়, শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দেশি আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫-২৭ টাকা, ১৫, মিষ্টি কুমড়া ৩০-৩১, বরবটি ৫০-৫৫ টাকা, শিম ৫০, ঢেঁড়শ ৫০, তিতকরলা ৫০ ও মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচুর ছড়া ৩০, শসা ৩৫ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১৫ ও দেশি মুরগি ৩৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৭০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৩০০-৩৫০ টাকা, সরপুঁটি ৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৮০ ও লইট্টা মাছ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন