প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সঙ্গে যৌথ উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবিষ্যতে চট্টগ্রামে কর্মরত ফটোসাংবাদিকদের জন্য উচ্চতর প্রশিক্ষণ আয়োজন করার কথা ভাবছে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক্ষেত্রে চসিক সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। ঢাকার বাইরে চট্টগ্রামেই প্রথমবারের মতো ফটোসাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র নাছির।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিপিজেএ’র উপদেষ্টা বিএফইউজে নেতা আসিফ সিরাজ, পিআইবি’র প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বী, প্রশিক্ষণের রির্সোস পার্সন সিনিয়র ফটোসাংবাদিক শাহাদাত পারভেজ প্রমুখ।
চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিজেএ’র সহ-সভাপতি সুভাষ কারন, শিশির বড়ুয়া, রূপম চক্রবর্তী, রাজেশ চক্রবর্তী, রবি শংকর চক্রবর্তী, সরওয়ারুল আলম সোহেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন