একমাস ধরে নিখোঁজ ১৪ বছরের শিশু সুব্রত সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। এরপর তার আর খোঁজ মেলেনি। সন্তানের সন্ধান চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শিশুটির পাগলপ্রায় মা-বাবা।
নিখোঁজ সুব্রত সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদুঘর গ্রামের অজিত সরকারের ছেলে। মা-বাবার সঙ্গে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট মৌলভী বাজার এলাকায় থাকত। শিশুটি চান্দগাঁও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
শিশুটির মা পোশাক কর্মী হেলেনা নম জানান, গত অক্টোবর মাসে নগরের চান্দগাঁও এলাকার বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় সুব্রত। পরে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে চলে যায়। গত ৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে তার বাবাকে ফোন করে জানান মহানগর এক্সপ্রেস অথবা চট্টলা এক্সপ্রেসের ট্রেনে করে চট্টগ্রামে চলে আসবে। বাড়ি থেকে বেরও হয়েছে। কিন্তু চট্টগ্রামে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় সন্ধান করেও তার খোঁজ মেলেনি। গত ২১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জিডি করেন তার মা অজিত সরকার। কিন্তু মাস পেরোলেও সন্তানের সন্ধান না পেয়ে পাগল প্রায় তার মা-বাবা। ছেলের সন্ধান চেয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।
জিডিতে উল্লেখ করা হয় শিশুটির গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট, পরনে ছিল লাল জিন্সের প্যান্ট ও গায়ে কালো গেঞ্জি। শিশুটির সন্ধান পেলে (০১৭৪৮৬৮১৩৩৪) এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানান তার বাবা অজিত সরকার।
বিডিপ্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান