চট্টগ্রামে বৌদ্ধদের পবিত্র ধর্মীয় গ্রন্থ ‘ত্রিপিটক’ এর বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৌদ্ধদের ৬ষ্ঠ সংগায়নের শ্রেণিবিন্যাস অনুসারে মোট ৫৯ টি খণ্ডে বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রামের চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে প্রত্যেকটি খণ্ডে মোড়ক উম্মোচন ও বিতরণ করেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অজিতানন্দ মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির। উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ।
সভায় বক্তব্য রাখেন উপ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের, উপ সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বড়ূয়া ও বোধিদর্পন প্রকাশনীর প্রতিষ্ঠাতা প্রকৌশলী অনুপম বড়ূয়া।
মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী রিগ্যান বড়ূয়া ও উজ্জ্বল বড়ূয়া বাসু। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মুনমুন বড়ূয়া ও প্রাচী বড়ূয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন