বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি স্থানের মতো রাজধানী ঢাকায়ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার পর গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়। যা সকালেও অব্যাহত রয়েছে। এতে হালকা শীতের মধ্যে এমন বৃষ্টিতে বেকায়দায় পড়তে দেখা গেছে কর্মমুখী মানুষের।
প্রচলিত রয়েছে, অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও। এরই মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে শুক্রবার গুড়ি গুডি বৃষ্টির সঙ্গে শীত জেকে বসার খবরও পাওয়া গেছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব