সিলেট নগরীর সুবিদবাজারে ছিনতাইয়ের শিকার হয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক নাফিস শামস তিয়াস। ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।
শুক্রবার দিবারাত পৌনে ১২টার দিকে সুবিদবাজার ফাজিল চিশত গলির সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার তিয়াস জানান, ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের মারধরে তিনি আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব