বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শিক্ষা চেতনাকে শাণিত, বুদ্ধিকে প্রখর আর বিবেককে জাগ্রত করে। তাই একুশ শতকের পরিবর্তিত পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণ করতে হবে।
শনিবার সকালে রাজধানীর টিঅ্যান্ডটি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা মুক্তবুদ্ধি ও মুক্তজ্ঞান চর্চাকে রুদ্ধ করে দেয়, আর জঙ্গিবাদ সন্ত্রাসের বিষবাষ্প ছড়িয়ে দেয়। তাই এদের মুখোশ উন্মোচন করে দিতে হবে।
কলেজের অধ্যক্ষ আবু তালিবের সভাপতিত্ব অনুষ্ঠানে মেনন আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে যাতে আর কোন সাম্প্রদায়িক ও জঙ্গীগোষ্ঠি ক্ষমতা দখল করতে না পারে, সে ব্যাপারে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন থাকতে হবে।
যেখানে একদিকে গণতন্ত্র এবং উন্নয়ন নিশ্চিত হবে অন্যদিকে মৌলবাদ ও জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম