রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে নাটোর টাওয়ার নামের একটি বহুতল মার্কেটের ৪ তলায় আগুন লেগেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই টাওয়ারের চারতলার একটি ফুড কোর্টের খাবার তৈরির চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া বের হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। পুরো ভবনজুড়ে মার্কেট হওয়ায় ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান