নারায়াণগঞ্জের থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগে। আগুন লাগার পর ভবনে থাকা বাসিন্দারা ১০ তলার ছাদে আশ্রয় নেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সেলিম (৫০) নামে এক ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন