বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে গতকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। অগ্রহায়ণে এমন বৃষ্টিতে আজ সকাল থেকে হঠাৎ গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃষ্টির কারণে জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে নিম্ন আয়ের মানুষগুলো কাকভেজা হয়েছেন। চাকরি বা ব্যবসার কাজে ছাতা মাথায় বের হয়েছেন অনেকেই। বিভিন্ন রাস্তার মোড়ে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন রিকশার খোঁজে।
এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় চরম যানজট লক্ষ্য করা গেছে। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত যানবাহনে ওঠতে পারলেও তীব্র যানজটে ভোগান্তিতে পরতে হয়েছে অফিসগামী মানুষদের।
অন্যদিকে বৃষ্টির এ ধারা আজ রবিবারও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। গতরাত থেকে রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/হিমেল