জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৫ দফা প্রস্তাবেই সুরক্ষিত হবে রোহিঙ্গাদের মানবাধিকার। বাংলাদেশ সরকার তাদের মৌলিক চাহিদা পূরনের মাধ্যমেই প্রমান করেছে মানবাধিকার সুরক্ষায় তারা কতটা এগিয়ে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী লংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন