ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে মার্কিন স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ১২ ডিসেম্বর রাজধানীতে বিক্ষোভ করবে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।
রবিবার রাজধানীর ইমানুয়েলস করভেনশন সেন্টারে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন জোট প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ।
সংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভরায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন