রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া (৩৮)। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে সাইকেল চালিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন জাহাঙ্গীর। এসময় খিলগাঁও এলাকায় আমিন গ্রুপের আফিসের সামনের রাস্তায় গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে আহত হন তিনি। পরে মো. মানিক নামে একজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১২ টার দিকে তিনি মারা যান।
এসআই জানান, নিহতের পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি রাজধানীর ডেমরার সারুলিয়ার ডগাইর নরুনপাড়া সাদেক ভুঁইয়া রোড এলাকার বি ব্লক রোডের ২৭ নম্বর বাসায় বসবাস করেন। তার পিতার নাম সোলায়মান ভুঁইয়া।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ