সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছড়া ও খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে পুনরায় অভিযান শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতায় রবিবার নগরীর ৮নং ওয়ার্ডের আখালিয়ার কালিবাড়ি ও নোয়াপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানকালে ছড়ার উপর নির্মিত একটি বাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ছড়া দখল করে অবৈধভাবে বাসা তৈরির কারণে ৮নং ওয়ার্ডের কালিবাড়ি ও নোয়াপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকাকে জলাবদ্ধতামুক্ত করা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক, প্রকৌশলী তানিম আহমদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব