রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর গুলিতে সাহিদা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানী সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাহিদা ওয়ারী লালমনি স্ট্রিট এলাকায় থাকেন। ছিনতাইকারীরা তার স্ত্রীর গলার চেইন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়।
গুলিবিদ্ধ সাহিদার স্বামী শরিফ উদ্দিন জানান, রাতে মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তাদের আটক করে সাহিদার গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাহিদা চিৎকার করলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে সাহিদার পায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ সাহিদার স্বামী শরিফ উদ্দিন জানান, রাজধানী সুপার মার্কেট থেকে রাতে ওয়ারীর বাসায় ফিরছিলেন সাহিদা। পথিমধ্যে সালাউদ্দীন হাসপাতাল পার হলে মোটরসাইকেলে দুই যুবক তার পথরোধ করে এবং বন্দুক ঠেকিয়ে গলার চেইন, হাতের ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় সাহিদা চিৎকার করলে ছিনতাইকারীরা গুলি ছোঁড়ে। এতে সাহিদার পায়ে গুলি লাগে।
ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সাহিদাকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা ঢামেক থেকে অন্য হাসপাতালে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব