নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের শীতলক্ষা নদী থেকে পারভেজ মিয়া(১৯) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পারভেজ মিয়া রূপগঞ্জের কায়েকপাড়া ইউনিয়নের বড়ালু গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
জানা গেছে, পারভেজ মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র। তবে কোন বিভাগের শিক্ষার্থী সেটা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/মাহবুব