মালিক সমিতির সিদ্ধান্তের প্রতিবাদে নিলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার দুপুরে নিলক্ষেত মোড়ে শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে নিউ মার্কেটের একতলা ভবনকে মালিক সমিতি দোতলা করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তার কারণে রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা লাভবান হন না। এবার তারা উপরি আয়ের আশায় যোগসাজশে দোতলা ভবন নির্মাণ করছেন। যা মার্কেটে বিক্রির পরিবেশ নষ্ট করবে।
ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পুলিশকে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্যর ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এই অবরোধ প্রত্যাহার করবেন।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ফারজানা