‘ইলিয়াস আলীর সম্মানার্থে তার স্ত্রীকে আগামীতে মন্ত্রী করা হবে। এছাড়া সংরক্ষিত আসন থেকে তাকে যাতে সংসদ সদস্য করা হয়, সে ব্যাপারেও আমি ভূমিকা রাখবো। তবে, সিলেট-২ আসন কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
এমন মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক। সোমবার ওসমানীনগর উপজেলার দয়ামীর উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা ইসহাক আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জের একাংশ) আসনে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন চাওয়া হবে। তাকে যেভাবেই হোক এই আসনে জোটের প্রার্থী করা হবে।’
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম