রাজধানীর চকবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুয়েল মিয়া (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জুয়েল চকবাজারের পূর্ব ইসলামবাগের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসলামবাগ কমিউনিটি সেন্টারের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন