রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানহর গোযেন্দা পুলিশের (ডিবি পশ্চিম) একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে চালককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ