খুলনার একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল বেপারীকে গ্রেফতার করেছে র্যাব।
আদালতে হাজিরের পর মঙ্গলবার দুপুরে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ জানায়, সোমবার রাতে সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে খুলনা থানায় সোপর্দ করা হয়।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। তিনি বিবিসি, দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন এবং নিউএজ পত্রিকায় কর্মরত ছিলেন।
২০১৬ সালের ৩০ নভেম্বর নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন খুলনার বিভাগীয় দ্রত বিচার ট্রাইব্যুনালের বিচারক। আসামিদের মধ্যে বিল্লাল বেপারী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামি সাত্তার ওরফে ডিস্কো ছাত্তার, মিথুন, সরোয়ার, সাফায়াত ওরফে শওকত এখনো পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব