রাজধানীর সবুজবাগে শান্তনা আক্তার (২৫) ও তার দেড় বছর বয়সী শিশু মাহাফুজার মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে টঙ্গী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শান্তনা আক্তারের স্বামী মামুন ও স্বর্ণা নামে এক নারী।
অাটকের বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির।
এর আগে, সবুজবাগের আহম্মদবাগ এলাকার একটি বাসা থেকে সকালে শান্তনা আক্তার (২৫) ও মাহাফুজার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে- সন্তানকে হত্যার পরে মা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম