চাকরি জাতীয়করণের দাবিতে কুমিল্লায় ৫ শতাধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সিএইচসিপিরা।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কুমিল্লা জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মহিন উদ্দিন, লাকসামের সভাপতি জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি রবিউল হোসেন, এয়াকুব আলী ও শাখাওয়াত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তাদের চাকরি জাতীয়করণের দাবি দীর্ঘদিনের। ২০১৩ ও ২০১৫ সালে আন্দোলনের মুখে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। চাকরি জাতীয়করণের দাবিতে এর আগে গত ২০, ২১ ও ২২ জানুয়ারি প্রত্যেক উপজেলায় কর্মবিরতি পালন করা হয়েছে। কিন্তু তারপরও আমাদের সমস্যা সমাধানে কোন আশ্বাস দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সিএইচসিপিরা কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে যাবে বলেও জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব