রাজধানীর মুগদা উত্তর মান্ডায় ভবনেরর ছাদ থেকে পড়ে সফর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উত্তর মান্ডা প্রথম গলির নিজস্ব বাড়ির ৪ তলায় থাকতেন সফর আলি। সকালে তিনি ছাদে দাঁড়িয়ে পাশের বাসার ছাদে দাঁড়ানো জামাতাকে বেলের সরবত দিতে যায়। এ সময় সামনের দিকে ঝুঁকলে তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/হিমেল