ময়মনসিংহে পুলিশের গুলিতে নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারী চক্রের হামলায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল রাশেদ আহত হয়েছেন।
বুধবার ভোররাতে নগরীর পাটগুদামস্থ পিবিআই অফিসের উল্টো দিকে বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ খসরু (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ক'দিন আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা এ সময় গুলি চালালে ঘটনাস্থলেই নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হন। আহত হয় দুই পুলিশ সদস্য।
ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রেস কনফারেন্স করবেন। সেখানে এ অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/আরাফাত