বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সবক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নেই। তবে অনেক বিষয়াদি আছে যেখানকার উন্নয়নে এনজিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন (এডাব) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বলেন বক্তারা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য ও সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও এডাব'র সাবেক চেয়ারপার্সন এবং সজাগ'র নির্বাহী পরিচালক আবদুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপার্সন রফিকুল আলম।
প্রধান অতিথি অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষের নিজস্ব জাতিসত্ত্বা নিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় বেচেঁ থাকার অধিকার রয়েছে। এই দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেক শ্রেণি পেশার মানুষের যেমন অবদান রয়েছে। আর পিছিয়ে মানুষদের উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা রয়েছে বেশি। যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল, সেখানে এনজিওগুলো দায়িত্ব পালন করেছে।
ফরিদা ইয়াসমিন বলেন, অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে। মানবিকে না আগালেও উন্নয়ন সূচকে অনেক এগিয়ে গেছে। আজকে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই কথা অস্বীকার করার কোন সুযোগ নেই। দেশ ও জাতি গঠনে এনজিওকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এমনকি রোহিঙ্গা সমস্যা সমাধানে এনজিও'র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলোর বিষয়ে এডাবকে আরও জোড়দার ভূমিকা পালন করতে হবে।
আবদুল মতিন বলেন, মানব উন্নয়নে দেশ আজ যে সকল সূচকে এগিয়ে রয়েছে, তাতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহেরও অবদান রয়েছে তা জোর দিয়ে বলা যায়।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/আরাফাত