পুলিশি বাধায় তড়িঘড়ি করে বিএনপির গণঅনশন শেষ হয়েছে তিন ঘণ্টায়। বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই অনশন শুরু হয়।
দুপুর পৌনে ১টার দিকে পুলিশের একটি প্রতিনিধি দল বিএনপির নেতাদের জানান, ডিএমপি কমিশনারের নির্দেশ ১টার মধ্যেই কর্মসূচি সমাপ্ত করতে হবে। এরপর কর্মসূচি সংক্ষিপ্ত করে বিএনপি নেতাকর্মীরা।
এ ব্যাপারে রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বলেছেন, জন দুর্ভোর কথা চিন্তা করে তাদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত