রাজধানীর এক পুলিশ কর্মকর্তার পুত্রবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম রাজিয়া সুলতানা রিয়ার (১৯)। এ ঘটনায় রাজিয়ার স্বামী আবির ও তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি আমির হোসেন পাটোয়ারীর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর