রাজধানীর মুগদা এলাকার মানিক নগরে একটি গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ঘটনাটি ঘটে।
দগ্ধরা হচ্ছেন, ছিফর আলী (৫০), মাছ ব্যাবসায়ী, তার মেয়ে তানজিন (২০), ছেলে আলামিন (১৯), মুরাদ (১২), নাতি রনি (১৯)।তাদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার তিতাস উপজেলার বালুয়াকান্দী গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছিফর আলীর ভাতিজা ঈমান আলী জানায়, মানিকনগর কুমিল্লা পট্টি আতিকুল্লাহ্ বাড়ী ২য় তালায় ভাড়া থাকেন তারা। ওই বাসায় গ্যাসের লাইনে লিকেজ ছিল, এবং বৈদুতিক কোন সটসার্কিটের কারণে আগুন লেগে যায়, বলে তার ধারনা। পরে তাদের উদ্ধার করে রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের সকলের অবস্থা আশঙ্কা মুক্ত নয়, তাদের মধ্যে, ছিফর আলীর ২১ শতাংশ, তানজিনা ২০ শতাংশ, আলামিন ১৭
শতাংশ, মুরাদ ৩০ শতাংশ, ও রনি ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান