কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে কারা সদর দফতর থেকে ফিরে গেছেন মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার সকালের দিকে মহিলা দলের নেতাকর্মীদের পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের সদর দফতরে যান তিনি।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করার একটি আবেদন নিয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে দেখা করেন আফরোজা আব্বাস। পরে ফিরে এসে তিনি জানান, ‘ম্যাডামের সঙ্গে দেখা করার অনুমতি পাইনি। ফিরে যাচ্ছি। পরে দলের নেত্রীদের নিয়ে তিনি আবার জেলগেটে যান।
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হীরা, মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন