দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমনসহ ৪ জনের বিরুদ্ধে লালমনিরহাটে দায়ের করা মামলা অবিলম্বে প্রতাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোসাইটির সমন্বয়ক সরকার জামাল, দৈনিক স্বাধীন সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জীবন খান, সোসাইটির সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, এম. এইচ বাদশাহ, নাজমা আক্তার যুথী, আকাশ নিউজ মিডিয়া ২৪ ডটকম এর বার্তা সম্পাদক এম সোহেল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি কে ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম