কুমিল্লায় মাদক মামলায় আবু নাছের চৌধুরী নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। বৃহস্পতিবার এ রায় দেন কুমিল্লা স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সনের ৭ ডিসেম্বর রাত সোয়া ১১টায় নগরীর কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামে আসামি আবু নাছের প্রকাশে মাসুদের বসত ঘরের তল্লাশি করে খাটের নিচ হতে প্লাস্টিকের ২টি বস্তার মধ্যে থাকা ৩৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তারপর মাদকসহ আবু নাছের মাসুদ আটক করেন র্যাব সদস্যরা। এ ব্যাপারে এসআই অসিত কুমার রায় বাদী হয়ে আবু নাছেরকে আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আদালত রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবু নাছেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরো ১ বৎসরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার স্পেশাল পিপি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. কাউছারুজ্জামান।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব