রাজধানীর খিলক্ষেতে বহুতল ভবনে কাজ করতে গিয়ে ১০ তালা থেকে পড়ে শ্রমিক রশিদুল ইসলামের (২০) মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
সহকর্মী আবু কালাম জানায়, রশিদুল নীলফামারী জেলার ডিমলা উপজেলার খোকারহাট গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ডিমলা বিএম কলেজে পড়াশুনা করতো। পড়াশুনার (এইচএসসি) পাশাপাশি নির্মাণাধীন ভবনের রডের কাজ করতো, তার বাবা কৃষিকাজ করেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার খিলক্ষেত নেভী গেইট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ১০ তালায় রডের কাজ করতে গিয়ে বিকাল ৩টার দিকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত