সোহরাওয়ার্দী উদ্যানে ২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে একই দিন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ হবে বলেও জানিয়েছেন তিনি।
৮ ফেব্রুয়ারির রায়ে বর্তমানে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রায়ের কপি না পাওয়ায় এখনো আপিল করা সম্ভব হয়নি। এ নিয়ে রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের নির্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের সার্টিফায়েড কপি দেয়া হচ্ছে না।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা