রাজধানীর সবুজবাগ থানা এলাকা হতে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসাবো বালুর মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম, ইউসুফ (৪৯) ও সেলিম (৪৫) । গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান