গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় দুই সংসারের ছেলে-মেয়েদের ঝগড়া থামাতে গিয়ে রাজ্জাক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। আজ বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা ওই এলাকার বাসিন্দা।
জানা যায়, নিজ বাড়িতে দুই স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতেন রাজ্জাক মোল্লা। বিকেলে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই ঝগড়া থামাতে গিয়ে রাজ্জাক মোল্লা মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল