ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদ রাজধানীর এ্যাপোলো হাসপাতালের অাইসিইউতে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে হাসপাতালের অাইসিইউতে ভর্তি করা হয়।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ৯৬ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক গত দুইদিন আগে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ বেলা ১২ টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন