রাজধানীর মেরুল বাড্ডায় অজ্ঞাতপরিচয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বেলা ১টার দিকে মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের পরনে জিন্স প্যান্ট ও চেক শার্ট রয়েছে। তাকে ঢামেকে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ওই স্থান থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গুলিবিদ্ধ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মুখের থুতনি দিয়ে গুলি ভেদ করে মাথায় আঘাত করেছে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল