বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর আগে কোর্ট প্রাঙ্গন এলাকায় অবস্থিত শহীদ মিনার পাদদেশে সমাবেশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা