অস্ত্র পরিবর্তনের সময় ভুলবশত গুলি ছুটে স্পেশাল পুলিশ ব্যাটালিয়নের (এসপিবিএন) একজন সদস্য আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। আজ ভোরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এপিবিএন কনস্টেবলের নাম রহিমউদ্দিন। তার বুকের ডানপাশে গুলিটি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ডিউটি পরিবর্তনে অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে সে আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল