রাজধানীর খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে বউ বাজার এলাকায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সেই স্কুল ছাত্রের নাম রাসেল (১৮)। নিহত রাসেল নিউ খিলগাঁও এলাকার বাসিন্দা, স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের শিকার হন রাসেল। আহত রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টায় দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
খিলওগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর