গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুন লেগে মালামালসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে ৪টায় উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আলামিন। তিনি বলেন, হেলাল উদ্দিনের পোল্ট্রি ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা পাশের রহমত আলীর মুদির দোকান, মারিয়া ফার্নিচার ও আব্দুর রউফের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম