রাজধানীর গোলাপবাগে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সেই শিশুর নাম শিবলী নোমান।
শুক্রবার দুপুর ২টার দিকে ১১ তলা বাসার এসির ফাকা জায়গা দিয়ে পড়ে শিবলী নোমান নামের মৃত্যু হয় বলে জানা গেছে।
শিশুর মামা টিপু মিয়া জানান, শুক্রবার দুপুরে রোজ গার্ডেনের ১১ তলার একটি রুমে খেলাতে গিয়ে এসির জন্য বরাদ্দ করা ফাকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় শিবলী। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর